রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ব্রিকস সম্মেলন

বৈশ্বিক দক্ষিণের জোরদার ভূমিকা চায় ব্রিকস

বিশ্বমঞ্চে বৈশ্বিক দক্ষিণকে জোরদার ভূমিকায় দেখতে চায় উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস। গতকাল বুধবার ব্রিকসের পক্ষ থেকে এমন আশাবাদের কথা বলা হয়।

রাশিয়ার কাজান শহরে গত মঙ্গলবার শুরু হয়েছেন তিন দিনব্যাপী ব্রিকস সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রিকসের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। যৌথ বিবৃতিতে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও কাঠামোতে উদীয়মান অর্থনীতি, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশ বিশেষ করে আফ্রিকা, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর সক্রিয় এবং অর্থপূর্ণ অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

প্রায় আড়াই বছর আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমাদের বিভিন্ন নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক নিন্দার মধ্যে রাশিয়ায় এটাই সবচেয়ে বড় কূটনৈতিক সম্মেলন। এবারের সম্মেলনে চীন, ভারত, তুরস্ক, ইরানসহ বিশ্বের প্রায় ২০টি দেশের নেতা কাজান শহরের সম্মেলনে যোগ দিয়েছেন। এবারের সম্মেলনে আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে ব্রিকসের নেতৃত্বে আন্তর্জাতিক লেনদেনব্যবস্থা গড়ে তোলা ও মধ্যপ্রাচ্য সংঘাত নিরসন।

গতকাল সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নতুন বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন। বিশ্বনেতাদের এ সম্মেলন থেকে পুতিন পশ্চিমাদের মস্কোকে বিচ্ছিন্ন করার যে চেষ্টা ব্যর্থ হয়েছে, তা দেখাতে সক্ষম হয়েছেন বলে আশা করছেন।

মস্কোর পক্ষ থেকে ব্রিকসকে পশ্চিমা নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট-৭-এর বিকল্প হিসেবে দেখা হচ্ছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পুতিন বলেছেন, ‘একটি বহুমুখী বিশ্বব্যবস্থা গঠনের প্রক্রিয়া চলছে। এটি একটি গতিশীল এবং অপরিবর্তনীয় প্রক্রিয়া।’ রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ব্রিকস আন্তর্জাতিক বিষয়ে তার কর্তৃত্ব জোরদার করছে। তীব্র আঞ্চলিক সংঘাতসহ বৈশ্বিক এজেন্ডায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে তিনি ব্রিকস সদস্যদের কাজ করার আহ্বান জানান।