ইতিহাসের এই দিনে: পেটেন্ট পায় ইয়ো-ইয়ো খেলনা

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২০ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ছোট্ট একটি খেলনা, নাম ইয়ো-ইয়ো। গোল একটি চাকতির গায়ে লম্বা সুতা প্যাঁচানো, সেটি ঘুরিয়ে ঘুরিয়ে খেলতে হয়। ১৮৬৬ সালের ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের জেমস এল হ্যাভেন ও চার্লেস হ্যাট্রিক নামের দুই ব্যক্তি খেলনাটির পেটেন্ট নেন। পরবর্তী সময় বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায় ইয়ো-ইয়ো।

শার্লক হোমসের প্রথম বই প্রকাশ

জনপ্রিয় একটি গোয়েন্দা চরিত্র শার্লক হোমস। ব্রিটিশ লেখক স্যার আর্থার কোনান ডয়েলের অমর সৃষ্টি এই চরিত্র। শার্লক হোমস সিরিজের প্রথম বই ‘এ স্টাডি ইন স্কারলেট’। ১৮৮৬ সালের এই দিনে বইটি প্রথম প্রকাশিত হয়। লন্ডনের প্রকাশনাপ্রতিষ্ঠান ওয়ার্ড লক অ্যান্ড কোং বইটি প্রকাশ করে। পরে এ সিরিজের বিভিন্ন গল্প নিয়ে একাধিক চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।

সম্মানজনক মেডেল পান গ্লোরিয়া স্টেইনেম

ক্যাপশন: নারী অধিকারকর্মী ও সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেম
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী নারী অধিকারকর্মী ও সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেম। ২০১৩ সালের এই দিনে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পান। তখনকার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই অধিকারকর্মীকে পদক তুলে দেন।

অ্যাডউইন হাবলের জন্মদিন আজ

মার্কিন জ্যোতির্বিদ অ্যাডউইন হাবলের জন্মদিন আজ। ১৮৮৯ সালের ২০ নভেম্বর তাঁর জন্ম। প্রথমবারের মতো ছায়াপথের বাইরে নক্ষত্রপুঞ্জের অস্তিত্ব খুঁজে পান তিনি।