বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৪ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
ইতালির নেপলস শহরে অবস্থিত অপেরা হাউস তেত্রো দ্য সান কার্লো। বিশ্বের সবচেয়ে পুরোনো অপেরা হাউস বিবেচনা করা হয় এটিকে। ১৭৩৭ সালের ৪ নভেম্বর অপেরা হাউসটি চালু করা হয়। উদ্বোধন করেন নেপলসের রাজা সপ্তম চার্লস। এর পর থেকে চালু আছে এটি।
১৯৫২ সালের ৪ নভেম্বর। রাশিয়ার ক্যামচাটকায় আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প। ইতিহাসে এটা ক্যামচাটকা ভূমিকম্প নামে পরিচিত। এ ভূমিকম্পের জেরে সৃষ্ট সুনামি প্রায় ৫ হাজার কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রের হাওয়াই উপকূলেও আছড়ে পড়ে।
ব্রিটিশ লেখিকা জে কে রাওলিংয়ের সাড়াজাগানো সৃষ্টি ‘হ্যারি পটার’। এই সিরিজের প্রথম বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’। এই বইয়ের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ২০০১ সালের ৪ নভেম্বর চলচ্চিত্র মুক্তি পায়। চলচ্চিত্রটির নামও ছিল বইয়ের নামে।
১৮৪৭ সালের ৪ নভেম্বর। স্কটিশ চিকিৎসক জেমস ইয়ং সিম্পসন জানান, তিনি এমন একটি উপাদান আবিষ্কার করেছেন, যেটা মানুষকে অজ্ঞান করতে পারে। নাম ক্লোরোফোম। পরবর্তী সময়ে চিকিৎসা খাতে, বিশেষত অস্ত্রোপচারের রোগীদের অজ্ঞান করতে এটির ব্যবহার শুরু হয়।