কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর বড় ছেলে জেভিয়ার থিয়েটারে গিয়ে একসঙ্গে আলোচিত ‘বার্বি’ সিনেমা দেখেছেন।
ছেলেকে সঙ্গে নিয়ে ‘বার্বি’ সিনেমা দেখার বিষয়ে জাস্টিন ট্রুডো তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ক্যাপশন। আজ সোমবার মার্কিন সাময়িকী পিপল-এর অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ছবিতে দেখা যায়, একটি থিয়েটারে ‘বার্বি’ সিনেমার পোস্টারের সামনে বাবা-ছেলে পোজ দিয়েছেন। ছবির ক্যাপশনে জাস্টিন ট্রুডো লিখেছেন, ‘আমরা বার্বি দল’।
সিনেমাটি দেখতে গিয়ে বাবা-ছেলে ‘বার্বি পিঙ্ক’ পোশাক পরেছেন। ট্রুডো পরেছেন একটি হুডি। তাঁর ছেলে পরেছে টি-শার্ট।
১৮ বছরের দাম্পত্য জীবনের পর গত বুধবার ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার বিচ্ছেদের ঘোষণা দেন। এই ঘোষণার চার দিন পর ট্রুডো তাঁর বড় ছেলে জেভিয়ারকে নিয়ে ‘বার্বি’ সিনেমা দেখার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন।
ট্রুডো-সোফির ঘোষণা অনুযায়ী, তাঁরা আইনানুযায়ী আলাদাভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা সব সময়ের মতোই ঘনিষ্ঠ পরিবার হিসেবে থাকবেন। তাঁদের মধ্যে গভীর ভালোবাসা থাকবে।
পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। সন্তানদের নিরাপদ, প্রেমময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বড় করার ওপর তাঁরা জোর দেবেন। সামনে শুরু হতে যাওয়া ছুটি তাঁরা একসঙ্গে কাটাবেন।
ট্রুডো-সোফি দম্পতির তিন সন্তান রয়েছে। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার আগেই সোফি পারিবারিক বাড়ি ছেড়েছেন। তিনি অটোয়ায় আরেকটি বাড়িতে উঠেছেন।