ইতিহাসের এই দিনে: হ্যাশট্যাগের প্রথম ব্যবহার

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৩ আগস্ট। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

টুইটারে হ্যাশট্যাগের ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে ওঠে
 ছবি: টুইটার থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ২০১৭ সালের ২৩ আগস্ট হ্যাশট্যাগ (#) ব্যবহার করা হয়। এটি ব্যবহার শুরু করেন মার্কিন ব্লগার ক্রিস মেসিনা। ওই দিন তিনি একটি টুইটে ‘#বারক্যাম্প’ হ্যাশট্যাগ যুক্ত করেন। টুইটারে এটাই প্রথম হ্যাশট্যাগের ব্যবহার। পরবর্তী সময়ে এই হ্যাশট্যাগ জনপ্রিয় হয়ে ওঠে।

স্তালিনগ্রাদে যুদ্ধ শুরু

রক্তক্ষয়ী স্তালিনগ্রাদ যুদ্ধের ফল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল বলে মনে করা হয়

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ১৯৪২ সালের এদিনে সোভিয়েত ইউনিয়নের স্তালিনগ্রাদ শহরের নিয়ন্ত্রণ নিতে তুমুল যুদ্ধ শুরু হয়। একপক্ষে বিশাল সোভিয়েত বাহিনী, অন্যদিকে জার্মান নাৎসি বাহিনী। শেষ পর্যন্ত সোভিয়েত বাহিনী হাসে বিজয়ের হাসি। রক্তক্ষয়ী স্তালিনগ্রাদ যুদ্ধের ফল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল বলে মনে করা হয়।

চালু হয় ডব্লিউডব্লিউডব্লিউ

ডব্লিউডব্লিউডব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ১৯৯১ সালের ২৩ আগস্ট জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। এই ওয়েব উদ্ভাবন করেছিলেন টিম বার্নার্স-লি নামের একজন উদ্যোক্তা। দুনিয়া বদলে দেওয়া বিশেষ করে প্রযুক্তিদুনিয়া বদলে দেওয়ার পেছনে রয়েছে এই ডব্লিউডব্লিউডব্লিউ।

পৃথিবীর প্রথম আলোকচিত্র

মার্কিন মহাকাশ সংস্থা নাসার রোবোটিক মহাকাশযান লুনার অরবিটাল-১। ১৯৬৬ সালের এদিনে মহাকাশযানটি পৃথিবীর একটি আলোকচিত্র তুলে পাঠায়। চাঁদের কক্ষপথ থেকে তোলা পৃথিবীর প্রথম আলোকচিত্র এটি।

২০ লাখ মানুষের মানববন্ধন

৬০০ কিলোমিটারের বেশি দীর্ঘ মানববন্ধনে হাতে হাত রেখে দাঁড়ান তিন দেশের মানুষ

১৯৮৯ সালের ২৩ আগস্ট। ইউরোপের দেশ এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ায় প্রায় ২০ লাখ মানুষ একটি মানববন্ধনে অংশ নেন। ৬০০ কিলোমিটারের বেশি বা প্রায় ৩৭৩ মাইল দীর্ঘ মানববন্ধনে হাতে হাত রেখে দাঁড়ান এই তিন দেশের মানুষ। তাঁদের দাবি ছিল, সোভিয়েত শাসনের অবসান।