ইতিহাসের এই দিনে: অলিম্পিকে একমাত্র ক্রিকেট ম্যাচ

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৯ আগস্ট। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

দক্ষিণ এশিয়া, ক্যারিবীয় অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন এলাকায় ক্রিকেট বেশ জনপ্রিয় একটি খেলা
প্রতীকী ছবি: রয়টার্স

দক্ষিণ এশিয়া, ক্যারিবীয় অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন এলাকায় ক্রিকেট বেশ জনপ্রিয় একটি খেলা। তবে অলিম্পিকে ক্রিকেট যুক্ত করা হয়নি। ইতিহাসে একবারই অলিম্পিকের আসরে ক্রিকেট খেলা হয়েছিল। ১৯০০ সালের ১৯ আগস্ট ফ্রান্সের প্যারিসে ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। মুখোমুখি হয় ফ্রান্স ও গ্রেট ব্রিটেন। ম্যাচ শেষে তৎকালীন গ্রেট ব্রিটেন ১৫৮ রানে জয় পায়।

ভাইস প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে কমলা হ্যারিস

কমলা হ্যারিস—যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট।

কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইতিহাস রচনা করা এক নারী। দেশটির প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট তিনি। ভারতীয় বংশোদ্ভূত কমলা আগে আইনজীবী ছিলেন। পরে রাজনীতিতে সক্রিয় হন। তিনি ছিলেন ক্যালিফোর্নিয়ার সিনেটর। ২০২০ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ১১ আগস্ট ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন রানিং মেট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন। ১৯ আগস্ট ডেমোক্র্যাট নেতা কমলা জানান, তিনি ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বড় কোনো রাজনৈতিক দলের হয়ে প্রথম নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নাম লেখান কমলা।

চীনে ভয়াবহ বন্যা

১৯৩১ সালে চীনে ভয়াবহ বন্যা হয়েছিল। ওই বছরের এই দিনে বন্যার পানির উচ্চতা রেকর্ড করা হয়েছিল ১৬ মিটার বা প্রায় ৫৩ ফুট। এ দুর্যোগের কবলে পড়েছিল দেশটির লাখ লাখ মানুষ।

বেলুনে চেপে সূর্যগ্রহণ দেখা

রুশ রসায়নবিদ দিমিত্রি মেনদেলেভ দারুণ একটি কাজ করেছিলেন। ১৮৮৭ সালের এই দিনে তিনি একটি হট-এয়ার বেলুনে চেপে রাশিয়ার ওপরে চক্কর দেন। উদ্দেশ্য ছিল সূর্যগ্রহণ দেখা। এ অভিযানে একাই উড়েছিলেন তিনি।

কোকো শানেলের জন্মদিন

ফ্যাশন ডিজাইনার কোকো শানেল

কোকো শানেল—বিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার। তাঁর হাত ধরে অভিজাত ফ্যাশন ব্র্যান্ড শানেলের যাত্রা শুরু হয়। এ ব্র্যান্ডের হাতব্যাগ, সুগন্ধি ও পোশাকের খ্যাতি বিশ্বজোড়া। ১৮৮৩ সালের ১৯ আগস্ট ফ্রান্সে জন্মেছিলেন কোকো শানেল।