ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া ব্রেক্সিট।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া ব্রেক্সিট।

ইতিহাসের এই দিনে: ইইউ ছাড়ে যুক্তরাজ্য

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩১ ডিসেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়ার নাম ব্রেক্সিট। ২০২০ সালের ৩১ ডিসেম্বর ব্রেক্সিট কার্যকর করা হয়। এর চার বছর আগে যুক্তরাজ্যের ইইউতে থাকা না থাকা নিয়ে গণভোট হয়। এতে যুক্তরাজ্যবাসী ব্রেক্সিটের পক্ষে ভোট দেন।

শতাব্দীর বিদায়

১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর, বিশেষ একটি দিন। ওই দিন ছিল শতাব্দীর শেষ দিন। পুরোনো শতাব্দী বিদায় আর নতুন শতককে বরণ করে নেওয়ার মানসে দিনটি উদ্‌যাপন করে বিশ্ববাসী।

সড়কবাতির ব্যবহার

সময়টা ১৮৭৯ সালের ৩১ ডিসেম্বর। মার্কিন উদ্ভাবক থমাস এডিসন যুক্তরাষ্ট্রের মেনলো পার্ক এলাকায় সড়কবাতি বসান। তিনি নিজে এই বাতি উদ্ভাবন করেছিলেন। বিশ্বে এটাই ছিল পার্কে সড়কে বাতি বসানোর প্রথম ঘটনা।

নিউইয়র্কের টাইমস স্কয়ারে নববর্ষের আয়োজন

টাইমস স্কয়ারে নববর্ষের আয়োজন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আলোচিত জায়গা টাইমস স্কয়ার। প্রতিবছর খ্রিষ্টীয় নববর্ষের প্রথম প্রহরে লাখো মানুষ এখানে জড়ো হন। নেচেগেয়ে, আতশবাজি ফুটিয়ে, উল্লাস করে বর্ষবরণ করেন। টাইমস স্কয়ারে নতুন বছর বরণের এ আয়োজন শতবর্ষ পুরোনো। ১৯০৭ সালের ৩১ ডিসেম্বর প্রথম এ আয়োজন বসেছিল।