১০ হাজার বছর ধরে বিড়াল গৃহপালিত: গবেষণা

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৯ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

অনেক মানুষের কাছে বিড়াল বেশ পছন্দের একটি প্রাণী

অনেক মানুষের কাছে বিড়াল বেশ পছন্দের একটি প্রাণী। অনেকে বাড়িতে আদুরে কোনো বিড়াল লালনপালন করেন। তবে প্রথম কবে বাড়িতে বিড়াল পোষা হয়েছিল? এই প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে উদয় হয়। বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, আজ থেকে প্রায় ১০ হাজার বছর আগে বিড়ালের আচরণে পরিবর্তন আসে। তখন থেকে বিড়ালকে গৃহপালিত প্রাণী হিসেবে ধরা হয়। ২০১৭ সালের এদিনে গবেষণালব্ধ এ তথ্য জানা যায়।

প্রথম বেসবল ম্যাচ 

পশ্চিমা দেশগুলোয় বেসবল জনপ্রিয় খেলা

পশ্চিমা দেশগুলোয় বেসবল জনপ্রিয় এক খেলা। আধুনিক ইতিহাসের প্রথম আনুষ্ঠানিক বেসবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৮৪৬ সালের ১৯ জুন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হোবোকেনে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি। এতে অংশ নেয় নিউইয়র্ক নাইন ও কিকারবুকার্স নামে দুটি দল। ২৩-১ ব্যবধানে জয় তুলে নেয় নিউইয়র্ক নাইন।

প্রথম যাত্রীবাহী বাণিজ্যিক উড়োজাহাজ

সময়টা ১৯১০ সালের ১৯ জুন। জার্মানিতে ‘ডয়েচেল্যান্ড’ নামের একটি উড়োজাহাজ আকাশে ওড়ে। এটি বিশ্বের প্রথম যাত্রীবাহী বাণিজ্যিক উড়োজাহাজ।

সিনেমার প্রথম প্রদর্শনী

যুক্তরাষ্ট্রের পিটসবার্গে জন পি হ্যারিস ও হ্যারি ডেভিসের দোকান ছিল। ১৯০৫ সালের এদিনে তাঁরা নিজেদের দোকানে বিশেষ এক প্রদর্শনীর আয়োজন করেন। সেই প্রদর্শনীতে পাঁচ সেন্টের বিনিময়ে মুভিং পিকচার বা চলন্ত ছবি দেখানো হয়। বিশ্বের ইতিহাসে এটাকেই কোনো চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী ধরা হয়।

দক্ষিণ আফ্রিকায় জমির অধিকার হারায় কৃষ্ণাঙ্গরা

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে ১৯১৩ সালের এদিনে এক আইন পাস হয়। আইনটির নাম ‘নেটিভস ল্যান্ড অ্যাক্ট’। এই আইনের মাধ্যমে দেশটির সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ মানুষদের জমির মালিকানার অধিকার সীমিত করা হয়।