>কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বড় উৎসব ‘হোয়াইট ডে’ প্যারেড। এএফপির ছবিতে দেখা যাক এই প্যারেডের নানা সৌন্দর্য।
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অন্যতম বড় উৎসব ‘হোয়াইট ডে’ প্যারেড। দেশটির পাস্তো এলাকায় কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গরা এই উৎসবে অংশ নেয়। উৎসবে অংশগ্রহণকারী শিল্পী অ্যালবার্ট টোরোর এওএস অ্যামাজোনিয়া প্রথম স্থান অর্জন করেছে।শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের এই উৎসবে এন্ডিয়ান, অ্যামাজোনিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংস্কৃতির মিশ্রণ রয়েছে। প্রতিবছর পাস্তো এলাকায় এই উৎসব উদ্যাপন করা হয়। ২০০৯ সাল থেকে ইউনেসকোর বিশেষ তালিকায় রয়েছে এই উৎসব।হোয়াইট ডে প্যারেডে শোভাযাত্রা।বর্ণিল শোভাযাত্রার রং যেন আকাশ ছুঁয়েছে।বর্ণিল শোভাযাত্রার রং যেন আকাশ ছুঁয়েছে।আগুন রঙে সাজানো হয়েছে এই শিল্পকর্মরঙে রঙে রঙিন সব শিল্পকর্মযেন ময়ূরের পেখমের মুকুট পরেছেন তিনি