৫১ বছর পর বই ফেরত, ‘সামান্য দেরি’ বলে দুঃখপ্রকাশ

৫১ বছর পর পাঠাগারে ফেরত দেওয়া চিরকুটসহ সেই বইটি
ছবি: সংগৃহীত

পাঠাগার থেকে বই ধার নিয়েছিলেন একজন। এর পর সেই বই ফেরত দিতে হয়তো ভুলে গিয়েছিলেন। মধ্যে সময় বয়ে গেছে পাঁচ দশকের বেশি। অবশেষে ৫১ বছর পর পাঠাগারে বইটি ফেরত দেওয়া হয়েছে। সঙ্গে ছিল ছোট্ট একটি চিরকুট। তাতে বই ফেরত দিতে ‘সামান্য দেরি’ হওয়ায় ওই ব্যক্তির পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।

ঘটনাটি কানাডার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গত শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, পাঁচ দশকের বেশি সময় পর সম্প্রতি বইটি ফেরত এসেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যানকুভারে। সেখানকার সাউথ হিল পাবলিক লাইব্রেরি থেকে একটি বই ধার নিয়েছিলেন এক ব্যক্তি। দ্য টেলিস্কোপ নামে বইটি লেখক হ্যারি এডওয়ার্ড নেইলের লেখা। বইটি ইস্যু করা হয়েছিল ১৯৭১ সালের ২০ এপ্রিল।

এত বছর পর এসে ডাকযোগে বইটি সাউথ হিল পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষকে ফেরত দেওয়া হয়েছে। তবে বইটি কে নিয়েছিলেন, কয়েক দশক পর এসে ফেরতই–বা কেন দিলেন, এসব নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বই ফেরত পেয়ে সেটার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছে পাঠাগার কর্তৃপক্ষ।

পোস্টের সঙ্গে যুক্ত করা হয়েছে পাঠকের পাঠানো একটি চিরকুট। তাতে লেখা রয়েছে, ‘আপনাদের পাঠাগার থেকে বইটি নেওয়া হয়েছিল। ফেরত দিতে সামান্য দেরি হওয়ায় দুঃখিত। তবে ৫১ বছর পার হয়ে গেলেও এখনো বইটি বেশ ভালো অবস্থায় রয়েছে। ধন্যবাদ।’

সাউথ হিল পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে দেওয়া এ পোস্ট ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পাঁচ দশকের বিলম্বে বইটি ফেরত দেওয়া হলেও ওই পাঠককে জরিমানা করা হয়নি বলে জানিয়েছে পাঠাগার কর্তৃপক্ষ। অনেকেই মজা করে কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘আশা করি, এত বছরে তিনি হয়তো বইটি পড়ার ফুসরত পেয়েছেন।’ অন্য একজন লিখেছেন, ‘কখনো ফেরত না দেওয়ার চেয়ে দেরিতে ফেরত দেওয়াও ভালো।’