আইএসপিআরের বিবৃতি

হিনা-বিলাওয়াল বিষয়ে আইএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর বিরুদ্ধে দুর্নাম রটানোর অভিযোগ নাকচ করে দিয়েছে। দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একজন মুখপাত্র গত শুক্রবার এক বিবৃতিতে অভিযোগ নাকচ করেন।যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশের ট্যাবলয়েড উইকলি ব্লিটস-এর মাধ্যমে আইএসআই পররাষ্ট্রমন্ত্রী হিনা ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়ালের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে অভিযোগকে ‘উদ্ভট’ ও ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে আইএসপিআরের ওই মুখপাত্র বলেন, এতে আইএসআইয়ের কোনো হাত নেই এবং সংস্থাটির সঙ্গে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বিরোধও নেই। তিনি দাবি করেন, যারা রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে ভুল-বোঝাবুঝি সৃষ্টি করার মাধ্যমে দেশকে দুর্বল করে দিতে চায়, এটি তাদের কাজ। ডন।