সাংবাদিক ফজলুল বারীর ছেলের আকস্মিক মৃত্যু

তৌফিক তাহসিন বারী
ছবি: সংগৃহীত


অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক ফজলুল বারীর প্রথম ছেলের আকস্মিক মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল সোমবার স্থানীয় সময় ভোররাত সাড়ে তিনটায় তৌফিক তাহসিন বারী (২১) হঠাৎই অসুস্থ হয়ে মারা যান।

পরিবার সূত্রে জানা গেছে, তৌফিকের এর আগে কোনো শারীরিক অসুস্থতার লক্ষণ ছিল না। সোমবার ভোররাতে তিনি হঠাৎ বমি করতে শুরু করেন। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি সেবা ডাকা হলেও অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়ায় তাঁর মরদেহ তদন্তের জন্য স্থানীয় পুলিশ হেফাজতে রয়েছে।

পারিবারিক সূত্র জানায়, মৃত্যুর কারণ তদন্তের পর সিডনির রকউড কবরস্থানে তৌফিকের মরদেহ সমাহিত করা হবে।

তৌফিক ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ে অধ্যয়নরত ছিলেন। বড় ছেলের অকালমৃত্যুতে মুষড়ে পড়েছেন সাংবাদিক ফজলুল বারী ও তাঁর পরিবারের সদস্যরা।

সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত যুক্ত থাকার কারণে অসংখ্য বাংলাদেশির প্রিয়ভাজন সাংবাদিক ফজলুল বারী। তাঁর ছেলের অকালমৃত্যুর খবর মুহূর্তেই সিডনি ও বাংলাদেশে ছড়িয়ে পড়ে।

বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন অনেকে।