একঝাঁক মুরগির ছানাকে মায়ের আদর দিয়ে যাচ্ছে একটি বিড়াল। ঘুমের সময় পেটের নিচে ছানাগুলো রেখে ওম দেয়। জেগে থাকলে ফুটফুটে ছানাগুলোর সঙ্গে খেলা করে। মাটিতে গড়াগড়ি খায়। আর ছানাগুলো লাফিয়ে লাফিয়ে গায়ে ওঠে। মমতাময়ী বিড়ালটি কখনো তাদের গা চেটে দেয়। বিড়ালটি যেখানে যায়, ছানাগুলোও গুটি গুটি পায়ে সেখানে হাজির হয়।অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে চীনের হেইলংজিয়াং প্রদেশের সুইবিং কাউন্টির লাও ইয়াং নামের এক কৃষকের বাড়িতে। লাও ইয়াংয়ের পোষা এই বিড়ালটির নাম নিউ নিউ। লাও জানান, ‘প্রথমে নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। ছানাগুলো সবে ডিম ফুটে বেরিয়েছে। নিউ নিউ সেখানেই ঘুর ঘুর করছিল। ছানাগুলোকে মেরে ফেলতে পারে, এই ভয়ে লাঠি উঁচিয়ে তাড়ানোর চেষ্টা করালাম, জোরে হাঁক দিলাম। কিন্তু কাজ হলো না। আমার ভুল ভাঙল যখন, দেখলাম, মুরগির ছানাগুলো বিড়ালটির গা বেয়ে উঠছে, কিন্তু কিছুই বলছে না সে; উল্টো তাদের সঙ্গে খেলছে।’লাও বলেন, ‘ছানাগুলোর সঙ্গে বিড়ালের এ সখ্য বিস্ময়কর। বিড়ালটি তাদের আদরের পাশাপাশি পাহারাও দেয়। ছানাগুলোকে বিড়ালটির হেফাজতে রেখে আমি নির্ভাবনায় বাড়ির বাইরে যাই।’ অরেঞ্জ অনলাইন।