কৃষ্ণসাগরে রুশ নৌবহরের ডেপুটি কমান্ডার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে রাশিয়া। ইউক্রেনের মারিউপোল শহরে লড়াইয়ে প্রথম ক্যাপ্টেন পদমর্যাদার আন্দ্রেই পেলি নিহত হন। এর আগে ইউক্রেন তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছিল। খবর বিবিসির।
রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের বিধ্বস্ত বন্দরনগরী মারিউপোলে প্রচণ্ড লড়াইয়ে আন্দ্রেই পেলি নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর প্রথম নিশ্চিত করেন নাখিমভ নৌ কলেজের সচিব, কনস্ট্যানটিন সারেনকো। সামাজিক যোগাযোগমাধ্যম ভিকন্তাক্তে-এ (ভিকে) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
পরবর্তী সময়ে প্যালির নিহত হওয়া নিয়ে কথা বলেছেন রাশিয়ার সেভাস্তপোলের একজন সিনেটর। রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তপোলে কৃষ্ণসাগরে রুশ নৌঘাঁটি অবস্থিত।
ওই সিনেটর বলেন, প্যালির মৃত্যুতে সেভাস্তপোলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ‘নাৎসিদের’ কাছ থেকে মারিউপোলের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে প্যালি প্রাণ দিয়েছেন। ইউক্রেনে সামরিক অভিযানকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘নাৎসিবাদ’–এর হাত থেকে মুক্তির অভিযানের সঙ্গে তুলনা করেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পুতিন সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার পর এখন পর্যন্ত পাঁচজন রুশ জেনারেলকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। যদিও তাঁদের মধ্যে শুধু জেনারেল আন্দ্রেই শুখোভেটেস্কির নিহত হওয়ার কথা স্বীকার করেছে রাশিয়া।