বিচিত্র

ভিন্ন রকমের চাকরি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দুনিয়ায় কতশত বিচিত্র চাকরি রয়েছে। কেউ হয়তো সাগর সেচে মুক্তা কুড়িয়ে আনেন, কেউবা পর্যটক নিয়ে দুর্গম গিরি পাড়ি দেন। আবার কেউ হয়তো ঘরে বসেই অনলাইনে অর্থ উপার্জন করেন। তবে কেউ যদি বলেন, অনলাইনে নৃশংস অপরাধমূলক কর্মকাণ্ডের সিরিজ দেখে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে, তাহলে নিশ্চয়ই অবাক হবেন। এমনই ভিন্ন রকমের চাকরির বিজ্ঞাপন দিয়েছে একটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম।

ওই প্ল্যাটফর্মের নাম ম্যাগেলানটিভি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন গত রোববার এক প্রতিবেদনে বলেছে, এই প্ল্যাটফর্মে নৃশংস অপরাধমূলক কর্মকাণ্ডের সিরিজ ও তথ্যচিত্রগুলো টানা দেখার জন্য লোক খুঁজছে প্রতিষ্ঠানটি। শর্ত হলো, টানা ৪৮ ঘণ্টায় অন্তত ৩২টি সিরিজ ও তথ্যচিত্র দেখতে হবে। এরপর এ–সংক্রান্ত অভিজ্ঞতা লিখে প্রতিবেদন আকারে জমা দিতে হবে। তবে নির্বাচিত প্রার্থী চাইলে এর মধ্যে কিছু সময়ের জন্য ঘুমিয়ে নিতে পারবেন।

ম্যাগেলানটিভি চাকরিটির নাম দিয়েছে ‘ট্রু ক্রাইম ওয়াচ ড্রিম জব’। কেননা ওই প্ল্যাটফর্মের বেশির ভাগ সিরিজ ও ডকুমেন্টারি (তথ্যচিত্র) সত্য ঘটনা অবলম্বনে বানানো। এবারই প্রথম নয়, এর আগে ২০২০ ও ২০২১ সালেও একই রকম একটি চাকরির বিজ্ঞাপন দিয়েছিল প্রতিষ্ঠানটি।

চাকরিপ্রার্থীর যোগ্যতার বিষয়ে ওই প্ল্যাটফর্মের ওয়েবসাইটে বলা হয়েছে, যোগ্য প্রার্থীকে সবচেয়ে ভয়ংকর সিরিয়াল কিলারের ঘটনা অবলোকন করতে হবে। সবচেয়ে ভয়ংকর ও অদ্ভুত পরিবেশ এবং কনটেন্ট (আধেয়) একের পর এক দেখে যেতে হবে। অর্থাৎ প্রার্থীকে দুর্বল চিত্তের হলে চলবে না।

এই চাকরির জন্য লোভনীয় বেতন দেবে ম্যাগেলানটিভি। নির্বাচিত প্রার্থী বেতন পাবেন দিনে ২ হাজার ৪০০ ডলার। অর্থাৎ ঘণ্টায় ১০০ ডলার। একই সঙ্গে এক বছরের জন্য ম্যাগেলানটিভির কনটেন্ট বিনা মূল্যে দেখার সুযোগ পাবেন। এ পদের জন্য ১৮ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন জমা নেবে প্রতিষ্ঠানটি। দুর্বলচিত্তের না হলে চাইলে আপনিও এ পদে আবেদন করতে পারেন।