বিচিত্র

ভাগ্যিস, স্বেচ্ছাসেবক ছিল!

জ্যামাইকান অ্যাথলেট হানসলে
জ্যামাইকান অ্যাথলেট হানসলে

মানুষ ভুল করেই। ভুল করে কেউ পথ হারিয়ে ফেলে, কেউবা মনের ভুলে চলে যায় নির্দিষ্ট গন্তব্য ছেড়ে ভিন্ন কোথাও। কিন্তু গুরুত্বপূর্ণ কোনো ঘটনা সামনে রেখে আপনি নিয়মিত প্রস্তুতি নেওয়ার পর, ঘটনার দিন কি মনের ভুলে গন্তব্য ভুল করে বসবেন? বলা হচ্ছে, কিছুদিন আগেই পর্দা নামা টোকিও অলিম্পিকের একটি ঘটনার কথা। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে ১১০ মিটার হার্ডেলসে সোনাজয়ী জ্যামাইকান অ্যাথলেট হানসলে পার্চমেন্ট প্রতিযোগিতার সেমিফাইনালে এই ঘটনা ঘটান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, পার্চমেন্ট সেদিন অলিম্পিক ভিলেজ থেকে ভুল বাসে উঠে চলে গিয়েছিলেন অন্য এক ভেন্যুতে। সম্প্রতি নিজের টুইটারে ঘটনার বর্ণনা করে শেয়ার করা একটি ভিডিওতে পার্চমেন্ট বলেন, ‘ভুলবশত একটি ভুল বাসে চড়ে বসেছিলাম সেদিন। সেই বাস আমাকে আরেকটি ভেন্যুতে নিয়ে যায়। কানে হেডফোন গুঁজে গান শুনছিলাম। তাই বাসে ওঠার সময় লোকজন কী বলছিল, শুনতে পাচ্ছিলাম না।’

ভিডিওতে পার্চমেন্ট আরও বলেন, ‘ভুল ভেন্যুতে পৌঁছার পর আসল ভেন্যুতে ফেরার একমাত্র উপায় ছিল, আমার ইভেন্টের নির্দিষ্ট ভেন্যুর একটি বাসে ওঠা। কিন্তু এ জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হতো। আমি বাসের জন্য অপেক্ষা করলে ঠিক সময়ে গিয়ে আমার ভেন্যুতে পৌঁছাতে পারতাম না।’

জ্যামাইকান অ্যাথলেটকে সাহায্য করতে এগিয়ে আসেন স্বেচ্ছাসেবক জাপানি এক তরুণী। তিনি পার্চমেন্টকে কিছু টাকা দেন, যাতে ট্যাক্সি ভাড়া করে সময়মতো ভেন্যুতে পৌঁছাতে পারেন পার্চমেন্ট। পার্চমেন্ট বলেন, ‘তখন ওই স্বেচ্ছাসেবীর কাছে কিছু টাকা চেয়েছিলাম। তিনি আমাকে সত্যি টাকা দেন। এরপর ঠিক সময়ে ভেন্যুতে পৌঁছাতে পেরেছিলাম।’

বাকিটা ইতিহাস। প্রতিযোগিতার সেমি ফাইনালে তো বটেই, ফাইনালে সবাইকে পেছনে ফেলে সোনা জয় করেন পার্চমেন্ট। তবে সোনা জয়ের পর ত্রিজানা স্তোজকোভিচ নামের ওই তরুণীকে ভুলে যাননি পার্চমেন্ট। সত্যিকার চ্যাম্পিয়নের মতোই ধন্যবাদ জানিয়েছেন তাঁকে। শোধ করেছেন ধার করা টাকাও। সঙ্গে উপহার হিসেবে একটি টি-শার্টও দিয়েছেন। তবে পার্চমেন্টের সোনা জয়ের বিষয়ে খবর জানতেন না ত্রিজানা। পার্চমেন্টের ধন্যবাদ পাওয়ার পর তিনি বলেন, ‘সত্যি? সত্যি? তুমিই জিতেছ?’ উত্তরে পার্চমেন্ট বলেন, ‘হ্যাঁ, শুধু তুমি সাহায্য করেছ বলেই।’

পার্চমেন্টের এই ভিডিওতে মন্তব্য করেছেন অলিম্পিকে আটবারের সোনাজয়ী উসাইন বোল্ট। জ্যামাইকান প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস তাঁর টুইটারে এই ভিডিও শেয়ার করে বলেন, কৃতজ্ঞতা স্বীকার করতে জ্যামাইকানদের ভুল হয় না।