নেপালের রাজধানী কাঠমান্ডুর বাসিন্দা ১৭ বছরের দর বাহাদুর খাপাঙ্গি বিশ্বের সবচেয়ে খর্বকায় কিশোর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, বাহাদুরের জন্ম ২০০৪ সালের ১৪ নভেম্বর। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৩ মার্চ কাঠমান্ডুতে বাহাদুরের উচ্চতা মাপা হয়। তাতে দেখা যায়, তার উচ্চতা ৭৩ দশমিক ৪৩ সেন্টিমিটার বা ২ ফুট ৪ দশমিক ৯ ইঞ্চি।
দর বাহাদুরের বড় ভাই নারা বাহাদুর খাপাঙ্গি ছোট ভাইয়ের স্বীকৃতি নিয়ে বলেন, ‘আমি খুবই খুশি যে আমার ভাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে সনদ পেয়েছে।’
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলেছে, ‘কাঠমান্ডুতে এক অনুষ্ঠানে বাহাদুরকে সনদপত্র প্রদান করেন নেপাল পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ধনঞ্জয়া রেগমি।’
দর বাহাদুরের বাড়ি কাঠমান্ডু থেকে দক্ষিণ-পূর্বে আনুমানিক ১৩০ কিলোমিটার দূরের সিন্ধুলি জেলায়। সেখানে বাবা ও ভাইবোনদের সঙ্গে থাকে সে। তার বাবা কৃষক। ভাইবোনদের মধ্যে দর বাহাদুর সবচেয়ে ছোট। গ্রামের একটি স্কুলে সে পড়াশোনা করে। তবে দর বাহাদুর কোন শ্রেণিতে পড়ে, তা জানা যায়নি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে পাওয়া এ স্বীকৃতি দর বাহাদুর খাপাঙ্গির স্কুলে পড়ার ক্ষেত্রে সাহায্য করবে বলে আশা করছেন তার বড় ভাই নারা বাহাদুর খাপাঙ্গি।
দর বাহাদুরের আগে এই স্বীকৃতি ছিল খগেন্দ্র থাপা মাগারের, তিনিও নেপালি। খগেন্দ্রর জন্ম ১৯৯২ সালের অক্টোবরে। তাঁর উচ্চতা ৬৫ দশমিক ৫৮ সেন্টিমিটার বা ১ ফুট ১ দশমিক ৮ ইঞ্চি। খগেন্দ্র ১৮ বছর বয়সে সবচেয়ে খর্বকায় ব্যক্তির স্বীকৃতি পান। ২০২০ সালে ২৭ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দেওয়া তথ্য অনুযায়ী, কলম্বিয়ার এডওয়ার্ড হার্নান্দেজ (৩৬) বিশ্বের সবচেয়ে খর্বকায় ব্যক্তি (জীবিত)। তাঁর উচ্চতা ৪ দশমিক ৩৯ ইঞ্চি বা ৭২ দশমিক ১০ সেন্টিমিটার। ২০১০ সালের ১৩ এপ্রিল থেকে এ রেকর্ড তিনি নিজের করে রেখেছেন।