২০২১ সালজুড়ে করোনা মহামারি, করোনার ধরন ডেলটা-অমিক্রন, টিকা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল। এর বাইরেও বৈশ্বিক তাপমাত্রা, আফগানিস্তান পরিস্থিতি, মহাকাশ পর্যটনসহ কয়েকটি বিষয় নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে। বিদায়ী বছরের আলোচিত বিষয়গুলোর কয়েকটি নিয়ে এই আয়োজন:
বিদায়ী বছরের জুলাই ইতিহাসের সবচেয়ে উষ্ণ মাস ছিল, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাপমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)। উত্তর আমেরিকা থেকে শুরু করে ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চল তীব্র দাবানলে পুড়েছে। এমনকি ২০২১ সালে বিশ্বের অন্যতম শীতল এলাকা হিসেবে পরিচিত রাশিয়ার সাইবেরিয়ায় দাবানল হয়েছে।
করোনা মহামারি ছাপিয়ে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করার পর হঠাৎ প্রাকৃতিক গ্যাসের চাহিদা বেড়ে যায়। এই পরিস্থিতিতে এশিয়া ও ইউরোপের বাজারে জ্বালানি পণ্যটির দামও বাড়ে। ইউরোপের বাজারে প্রতি মেগাওয়াট/আওয়ার ডাচ টিটিএফ গ্যাসের দাম ওঠে ১৮৭ দশমিক ৭৮ ইউরো।
গত আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। ওই সময় আকাশপথে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় উদ্ধার অভিযান চালায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। আকাশপথে আফগানিস্তান থেকে ১ লাখ ২৩ হাজারের বেশি মানুষকে সরিয়ে আনা হয়। এই অভিযানকে ভিয়েতনাম যুদ্ধের সমাপ্তিতে সায়গন থেকে বেসামরিক মানুষদের সরিয়ে আনার সঙ্গে তুলনা করা হয়। ১৯৭৫ সালে দক্ষিণ ভিয়েতনাম থেকে ৫৫ হাজার মানুষকে সরিয়ে এনেছিল যুক্তরাষ্ট্র।
বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পরিবহন রুট মিসরের সুয়েজ খাল। গত মার্চে এই নৌপথে কনটেইনারবাহী বিশালাকারের জাহাজ এভারগ্রিন আড়াআড়ি আটকে যায়। ফলে ছয় দিন ওই ব্যস্ত নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকে। তীব্র জটে আটকা পড়ে ৪২২টি পণ্যবাহী জাহাজ।
তাইওয়ানের আকাশসীমায় একাধিকবার চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ ২০২১ সালে আলোচিত ঘটনাগুলোর একটি। গত অক্টোবরে চীনের জাতীয় দিবসে ১৪৯টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা এলাকা অতিক্রম করে। চীন-তাইওয়ানের এই বিরোধ আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক রাজনীতিতে উত্তাপ ছড়ায়।
ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন বিদায়ী বছরে উত্তাপ ছড়িয়েছে। ডিজিটাল এই মুদ্রা নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ-উৎকণ্ঠা থাকার পরও গত ৯ নভেম্বর প্রতিটি বিটকয়েনের দাম বেড়ে দাঁড়ায় ৬৮ হাজার ৫১৩ ডলার। ছোট-বড় অনেক বিনিয়োগকারী বিদায়ী বছরে বিটকয়েনে ভরসা রেখেছেন।
করোনা মহামারিতে অর্থনৈতিক চাপ থাকার পরও বিদায়ী বছরজুড়ে বিশ্বে আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছে নানান শিল্পকর্ম। চড়া দামে বিক্রি হওয়া শিল্পকর্মের তালিকায় রয়েছে ফ্রিদা কাহলো, ফরাসি শিল্পী পিয়েরে শোলেঞ্জ, বাঙ্কসির কাজ। এ সময় শিল্পকর্ম বিক্রি বাবদ রাজস্ব আয়ের পরিমাণ রেকর্ড ২৭০ কোটি মার্কিন ডলার ছুঁয়েছে। বছরজুড়ে ডিজিটাল শিল্পকর্মের বেচাকেনা ছিল রমরমা।
মহাকাশে পর্যটন ব্যবসার দিগন্ত উন্মোচনের বছর ২০২১। বছরজুড়ে ধনকুবের জেফ বেজোসের ব্লু অরিজিন, ইলন মাস্কের স্পেসএক্স, রিচার্ড ব্রানসনের ভার্জিন গ্যালাকটিক প্রতিষ্ঠানগুলো প্রায় দুই ডজন বাণিজ্যিক রকেট মহাকাশে পাঠিয়েছে। এসব রকেটে ধনী ব্যবসায়ী, চলচ্চিত্র পরিচালক, অভিনেত্রীসহ বিভিন্ন পেশা ও বয়সের মানুষ মহাকাশে ঘুরতে গেছেন। বৈশ্বিক পর্যটনে নতুন মাত্রা যুক্ত করেছে মহাকাশে এসব যাত্রা।
বছরজুড়ে আলোচনায় ছিলেন ফুটবল তারকা পর্তুগালের রোনালদো আর আর্জেন্টিনার পেলে। ১১৫ গোল করে বিদায়ী বছরে জাতীয় দলের হয়ে ইতিহাসের সবচেয়ে বেশি গোল করার রেকর্ড করেছেন রোনালদো। আর দক্ষিণ আমেরিকার সেরা স্ট্রাইকার হিসেবে ব্রাজিলের কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন মেসি। আর্জেন্টিনার হয়ে ৭৯টি গোল করেছেন মেসি। বিদায়ী বছরে বার্সেলোনা ছেড়ে প্যারিসের একটি দলে যুক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছেন মেসি।
পর্বতজয় ও সাঁতারে রেকর্ডের বছর ২০২১। গত মে মাসে নেপালের কামি রিটা শেরপা ২৫তম বারের মতো বিশ্বের সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করে নিজের আগের রেকর্ড ভেঙেছেন। ৪৪ বারের মতো ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়ে নতুন রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার সাঁতারু চোলোই ম্যাককার্ডেল।