বিচিত্র

পিকনিকে কাঁকড়ার হানা

অনুষ্ঠানস্থলে কাঁকড়ার দল।
ছবি: এনডিটিভি

অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ড। ছবির মতো সুন্দর দ্বীপটি। এর নয়নাভিরাম দৃশ্য সবারই মন কাড়ে। সেই টানেই অ্যামি লুয়েটিচ নামের এক ব্যক্তি পরিবারের সদস্য ও কয়েকজন বন্ধুকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন সেখানে। সন্ধ্যায় চলছিল খাওয়াদাওয়া অনুষ্ঠান। হঠাৎ সেখানে হানা দেয় ‘ডাকাত’ কাঁকড়ার দল। এ ঘটনার ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।

অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি। খবরে বলা হয়েছে, ক্রিসমাস আইল্যান্ড ভারত মহাসাগরে অবস্থিত। দ্বীপের বনজঙ্গলঘেরা এলাকা গ্র্যান্ট ওয়েল ছিল লুয়েটিচদের অনুষ্ঠানের স্থল। বড় বড় কাঁকড়ার দল যখন হানা দেয়, তখন কেউ আতঙ্কিত হননি। কারণ, দেখতে বড় হলেও এগুলো কখনো কাউকে কামড় দেয় না। তবে খাবারদাবার কিংবা জিনিসপত্র ‘চুরি’ করার জন্য বেশ পটু এরা।

ওই দ্বীপের পর্যটন বিভাগের তথ্যমতে, ‘রোবার ক্রাবস’ নামের ওই কাঁকড়াগুলো স্থানীয়ভাবে ‘কোকোনাট ক্রাবস’ নামেও বহুল পরিচিত। ওই দ্বীপে সারা বছরই এটা দেখতে পাওয়া যায়। ওই বিভাগ বলেছে, ‘এই কাঁকড়া কাউকে কামড় দিয়েছে, এমন অভিযোগ আমরা কখনো পাইনি। তারা খুবই শান্তশিষ্ট।’

অস্ট্রেলিয়ার স্থানীয় একটি সংবাদমাধ্যমকে লুয়েটিচ বলেন, ‘আমরা আরও কয়েকবার ওই এলাকায় সময় কাটাতে গিয়েছিলাম। কিন্তু এবারের মতো এত কাঁকড়া আমরা কখনো দেখিনি।’ তিনি আরও বলেন, তাঁরা যখন ঘটনাস্থলে পৌঁছেছিলেন, তখন ২০টির মতো কাঁকড়া ছিল। কিন্তু রান্না শুরুর পর ঝাঁকে ঝাঁকে কাঁকড়া এসে পড়ে। লুয়েটিচ বলেন, ‘আমার ছেলে যখন খাচ্ছিল, তখন তাকে বড় জ্বালাচ্ছিল কাঁকড়াগুলো।’