>বাংলাদেশের আকাশে আজ সোমবার দেখা দিয়েছিল রক্তিম ‘নেকড়ে চাঁদ’। নেকড়ে চাঁদ আসলে চন্দ্রগ্রহণ। আমেরিকার আদি বাসিন্দাদের কাছে বছরের প্রথম সুপারমুনটি ‘নেকড়ে চাঁদ’ নামে পরিচিত ছিল। দিনের বেলা হওয়ায় বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যায়নি। ২০২১ সালে আবার এই চন্দ্রগ্রহণ হবে। সোমবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাল ‘নেকড়ে চাঁদ’টি ক্যামেরাবন্দী করেছেন রয়টার্সের আলোকচিত্রীরা।