ব্রেনটন টারান্ট
ব্রেনটন টারান্ট

নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারী ব্রেনটন টারান্টের যাবজ্জীবন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলাকারী ব্রেনটন টারান্টকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের লিনউড ও আল নূর মসজিদে হামলা চালান ব্রেনটন। এই হামলায় প্রাণ হারান ৫১ জন। আহত ৪০ জন।

হামলায় ৫১ জন প্রাণ হারান

হামলার দায় আদালতে স্বীকার করেন ২৯ বছর বয়সী শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ব্রেনটন। আজ তাঁর সাজা ঘোষণা করা হয়।

রায়ে আদালত বলেছেন, যাবজ্জীবন কারাদণ্ডের এই সাজায় ব্রেনটন কোনো প্যারোল পাবেন না।

নিউজিল্যান্ডের ইতিহাসে এই প্রথম কোনো ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হলো।

আল নূর মসজিদ

আদালত তাঁর রায়ে বলেন, ব্রেনটন বর্বর কাজ করেছেন।

আদালত বলেন, ব্রেনটনের অপরাধ এতই জঘন্য যে আমৃত্যু কারাগারে থাকলেও শাস্তিটা যথেষ্ট হবে না।

ব্রেনটন আগেই জানান, সাজা ঘোষণার সময় তিনি আদালতে কোনো কথা বলবেন না।

আদালতে ব্রেনটনের বিরুদ্ধে ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যাচেষ্টা ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়।

হামলাকারী ব্রেনটন স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি ছুড়ে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন। এই দৃশ্য ফেসবুকে সরাসরি সম্প্রচারও করেন তিনি।

হামলার জেরে নিউজিল্যান্ড সব ধরনের আধা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করে।