তুরস্ককে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতার জন্য ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দিতে বলেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার নির্মিত এস–৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে তুরস্কের হাতে। রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের জন্য জরুরি এ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গত মাসে কয়েক দফায় তুরস্কের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তবে এ বিষয়ে তারা আনুষ্ঠানিক কোনো অনুরোধ জানায়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
চলতি মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যানের তুরস্ক সফরেও এ প্রসঙ্গ উঠে এসেছিল। রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করার পর থেকেই যুক্তরাষ্ট্র সরকার মিত্রদেশগুলোর প্রতি এস–৩০০ ও এস–৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাসহ রাশিয়ার নির্মিত যুদ্ধ সরঞ্জাম ইউক্রেনকে দিতে বলছে।
ইউক্রেনকে এস–৪০০ ব্যবস্থা দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ বা প্রস্তাব বিষয়ে কোনো মন্তব্য করেনি তুরস্ক কর্তৃপক্ষ। এ বিষয়ে বক্তব্যের জন্য তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাওয়া যায়নি।
তুরস্কের বিভিন্ন সূত্র ও বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের এ প্রস্তাবে তুরস্কের সাড়া দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, ইউক্রেনে এস–৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনসংক্রান্ত কারিগরি জটিলতা থেকে শুরু করে রাজনৈতিক উদ্বেগসহ অনেক বিষয় রয়েছে। এ সিদ্ধান্ত নিলে মস্কো থেকে কী প্রতিক্রিয়া হতে পারে, সে বিষয়ও আঙ্কারার বিবেচনায় রয়েছে।
রাশিয়ার নির্মিত ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রও নিয়ে থাকে তুরস্ক। ২০১৯ সালের জুলাইয়ে প্রথম দফায় এ ক্ষেপণাস্ত্রের চালান যাওয়ার পর থেকেই তা বাদ দিতে তুরস্ককে বলে আসছে যুক্তরাষ্ট্র। তুরস্কের প্রতিরক্ষাবিষয়ক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ছাড়াও যুক্তরাষ্ট্র ন্যাটোর এ সদস্যদেশকে এফ–৩৫ যুদ্ধবিমান নিয়ে চলমান কর্মসূচি থেকে বাদ দিয়েছে।