আগামী তিন বছরে প্রায় ১০ লাখ নতুন অভিবাসী গ্রহণ করবে কানাডা। আগামী বছর থেকেই এ কার্যক্রম শুরু হবে বলে সরকারি এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে।
কানাডায় বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় দেশের অর্থনীতি জোরদারের লক্ষ্যে নতুন অভিবাসী গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে অটোয়া।
ব্লুমবার্গ জানিয়েছে, আগামী বছর থেকেই নতুন অভিবাসী গ্রহণ কার্যক্রম শুরু করবে কানাডা। প্রথম বছরেই ৩ লাখ ১০ হাজার অভিবাসী গ্রহণ করা হবে। পরের দুই বছরে গ্রহণ করা হবে যথাক্রমে ৩ লাখ ৩০ হাজার ও ৩ লাখ ৪০ হাজার অভিবাসীকে। সব মিলিয়ে তিন বছরে মোট ৯ লাখ ৮০ হাজার অভিবাসীকে গ্রহণ করবে কানাডা।
কানাডার অভিবাসনমন্ত্রী আহমেদ হুসেন বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্ভাবনী কর্মকাণ্ডে বড় ভূমিকা রাখেন মেধাবী অভিবাসীরা।’
ব্লুমবার্গের তথ্যমতে, চলতি বছরে কানাডার প্রবৃদ্ধি ৩ শতাংশে থাকলেও ২০১৯ সালে তা ১ দশমিক ৮ শতাংশে নেমে আসতে পারে।