কোয়াড সংলাপে জলবায়ু পরিবর্তনের ইস্যু তুললেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী

অ্যান্থনি অ্যালবানিজি
 ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি বলেছেন, কোয়াডভুক্ত দেশগুলোর অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে চান তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন নিয়েও কথা বলতে চান। আজ মঙ্গলবার জাপানের টোকিওতে কোয়াড সংলাপে অংশ নিয়ে যুক্তরাষ্ট্র, ভারত ও জাপানের নেতাদের উদ্দেশে এসব কথা বলেন অ্যালবানিজি। খবর রয়টার্সের।

গতকাল সোমবার অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন লেবার পার্টির নেতা অ্যান্থনি অ্যালবানিজি। এর এক দিনের মাথায় আজ মঙ্গলবার জাপানের টোকিওতে কোয়াড নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন তিনি।
অ্যান্থনি অ্যালবানিজি বলেন, অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকা গড়ে তুলতে কোয়াড ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

কোয়াড সংলাপের উদ্বোধনী বক্তব্যে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ইউক্রেনে রুশ অভিযানের মধ্য দিয়ে জাতিসংঘ সনদের নীতিমালার জন্য ‘সরাসরি চ্যালেঞ্জ’ তৈরি করেছে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এ ধরনের কিছু হতে দেওয়া উচিত হবে না।

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের ক্রমবর্ধমান রাজনৈতিক, বাণিজ্যিক ও সামরিক তৎপরতা ঠেকাতে ওয়াশিংটনের নেতৃত্বে কোয়াড জোট গড়ে তোলা হয়েছিল।
৯ বছর বিরোধী দলে থাকার পর অস্ট্রেলিয়ায় অবশেষে ক্ষমতায় ফিরেছে লেবার পার্টি।

গ্রিনস পার্টি ও জলবায়ুকে অগ্রাধিকার দিয়ে কাজ করা স্বতন্ত্র প্রার্থীদের জোটে অন্তর্ভুক্ত করে ইতিমধ্যে গত শনিবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে তারা। তবে ভোট গণনা এখনো চলছে এবং সরকার গঠন প্রক্রিয়াও পুরোপুরি শেষ হয়নি।

নির্বাচনের দৌড়ে এগিয়ে থাকা অ্যালবানিজির কাছে ইতিমধ্যে পরাজয় মেনে নিয়েছেন প্রতিদ্বন্দ্বী স্কট মরিসন। এমন অবস্থায় কোয়াড সংলাপে অংশ নিতে গতকাল মাত্র চার মন্ত্রীকে নিয়েই শপথ নেন অ্যালবানিজি।