বিশ্বজুড়ে অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন—ইন্টারপোল। সংস্থাটির মহাসচিব জারগেন স্টক সোমবার এমন আশঙ্কার কথা জানান। তাঁর মতে, করোনাভাইরাসের টিকায় অপরাধীদের নজর রয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, জারগেন স্টকের আশঙ্কা, ‘টিকা আবিষ্কারের সঙ্গে নাটকীয়ভাবে অপরাধ বাড়বে। আমরা চুরিসহ গুদাম লুটের ঘটনা দেখতে পাব এবং টিকার চালানে হামলা করতে দেখব।’
ইন্টারপোলের মহাসচিব জানান, তিনি কোভিড-১৯ সংশ্লিষ্ট অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন। তিনি বলেন, করোনাভাইরাসের মূল্যবান টিকা দ্রুত পেতে বিভিন্ন স্থানে দুর্নীতি ব্যাপক হারে বেড়ে যেতে পারে।
জার্মান কোম্পানি বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের ফাইজারের তৈরি করোনা টিকা এরই মধ্যে বিশ্বের ১৬টি দেশে অনুমোদন পেয়েছে। জার্মানিতে করোনার টিকা পরিবহনের নিরাপত্তায় সেখানকার কেন্দ্রীয় পুলিশ সদস্যদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া করোনাভাইরাসের টিকা গোপন জায়গায় মজুতের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে।