করোনাই শেষ নয়, পরবর্তী মহামারির জন্য আরও প্রস্তুতি চাই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস
ছবি: রয়টার্স

করোনা মহামারিই শেষ মহামারি নয়; আরও বড় মহামারি আসতে পারে। এ জন্য বিশ্বকে প্রস্তুত থাকতে হবে। গতকাল সোমবার এ কথা বলে সতর্ক করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে এই সতর্কতা দিয়ে গেব্রেয়াসুস দেশগুলোকে জনস্বাস্থ্যের ওপর অধিক বিনিয়োগ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘এটাই শেষ মহামারি নয়; বিশ্বকে পরবর্তী মহামারির জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে হবে।’

রয়টার্সের হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় ২ কোটি ৭১ লাখ ৯০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মারা গেছে ৮ লাখ ৮৮ হাজার ৩২৬ জন। গত ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

গেব্রেয়াসুস বলেন, ‘ইতিহাস আমাদের শিক্ষা দেয়, মহামারি ও প্রাদুর্ভাব জীবনের একটা অংশ। তবে যখন পরবর্তী মহামারি আসবে, তখন বিশ্বকে প্রস্তুত থাকতে হবে। অন্তত এখনকার সময়ের চেয়ে আরও বেশি প্রস্তুত হয়ে থাকতে হবে।’