সবাই মেতে ছিল ঘুড়ি উৎসবে। তাইওয়ানের নানলিয়াও এলাকায় এ উৎসবের আয়োজন করা হয়। দ্য ব্লাইদ কাইট ফেস্টিভ্যাল বলে পরিচিত এই ঘুড়ি উৎসবে যোগ দিতে হল্যান্ড ও বেলজিয়াম থেকেও অনেকে আসে। তিন বছরের শিশুটিও অংশ নিয়েছিল ওই উৎসবে।
হঠাৎ কমলা রঙের একটি ঘুড়ির লেজে আটকা পড়ে শিশুটি। প্রচণ্ড বাতাসে তোড়ে ঘুড়িটি তাকে প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল। পেছনে থেকে টেনে ধরে তাকে নিচে নামানোর চেষ্টা করছিলেন অনেকে। শিশুটি শেষে কোনো রকমে রক্ষা পায়।
আজ সোমবার বিবিসি অনলাইনে তোলা এক ভিডিওতে দেখা যায়, শিশুটি বাতাসে প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে আছড়ে পড়ে। স্থানীয় সময় গতকাল রোববার ওই উৎসব চলছিল।
শিশুটি খুব ভয় পেয়েছে। তবে বড় ধরনের কোনো আঘাত পায়নি। তার মুখমণ্ডল কিছুটা ছড়ে গেছে। মোটের ওপর সে নিরাপদ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
তাইওয়ান নিউজের খবরে জানানো হয়, এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। শিশুটিকে তার মায়ের কাছে দেওয়া হয়। ঘুড়িটি এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে এটি মোমবাতি নিয়ে গিয়ে পরে ওপর থেকে ছড়িয়ে দেয়।
হিসিনচু সিটির মেয়র লিন চিহ-চিয়েন এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার শিকার মেয়েটি ও জনগণের কাছে সিটি কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করছে।
এ ঘটনার পর ঘুড়ি উৎসব বন্ধ ঘোষণা করা হয়।