মালয়েশিয়ার কোন কোন আইনপ্রণেতা সমর্থন দেবেন, সেই তালিকা জানাতে বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে ডেকে পাঠিয়েছে পুলিশ। মালয়েশিয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক হুজির মোহাম্মদ আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা তাঁকে সমর্থন দেবেন—এই মর্মে গত মঙ্গলবার মালয়েশিয়ার রাজা আল-সুলতান আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন আনোয়ার ইব্রাহিম। কিন্তু ঝামেলা বাধে এরপরই। কারণ, আনোয়ারকে সমর্থন দেবেন, এমন আইনপ্রণেতার একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই তদন্তে সাহায্য করার জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে।
মালয়েশিয়ার দীর্ঘদিনের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সরকারের পতনের পর প্রধানমন্ত্রী হয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন। কিন্তু যে নির্বাচনি জোট গঠন করে মাহাথির ক্ষমতায় এসেছিলেন, তার শর্ত ছিল তিনি আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। কিন্তু তা না করায় সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আনোয়ার ইব্রাহিম। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার তিনি রাজার সঙ্গে সাক্ষাৎ করেন।
হুজির জানিয়েছেন, ওই তালিকা ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কাছ থেকে এখন পর্যন্ত ১১৩টি প্রতিবেদন পাওয়া গেছে। তবে তালিকা ভাইরালের ঘটনায় এ পর্যন্ত কী কী অভিযোগ করা হয়েছে, তা জানাননি তিনি। তিনি বলেন, আইন অনুসারে এ ঘটনার তদন্ত করা হচ্ছে। জানা গেছে, অভিযোগ প্রমাণিত হলে আনোয়ার ইব্রাহিমের দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে।
এদিকে পুলিশের এই সমন প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেননি আনোয়ার ইব্রাহিম। তবে এ বিষয়ে আগামিকাল শুক্রবার তাঁর অবস্থান তুলে ধরার জন্য আহ্বান জানিয়েছে পুলিশ।