শেষ হলো অস্ট্রেলিয়ার সর্বশেষ রাজ্য সংসদ নির্বাচন। দেশটির আসন্ন ৪৬তম জাতীয় নির্বাচন সামনে রেখে ৫৭তম নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মোট ভোটের ৬১ শতাংশ ভোট গণনার ফলাফলে রাজ্যের ৯৩টি আসনের মধ্যে ৪৬টি আসনে জয়লাভ করেছে দেশটির ক্ষমতাসীন জোট সরকার লিবারেল ও ন্যাশনাল পার্টি। প্রধান বিরোধী দল লেবার পার্টি এখন পর্যন্ত জয় পেয়েছে ৩৫টি আসনে। সরকার গঠনের জন্য একটি দলের ৪৭টি আসনে জয়ের প্রয়োজন। দেশটির অন্যান্য দল জয় পেয়েছে ৯টি আসনে। ভোট গণনা বাকি ৩টি আসনের।
এদিকে নিজ আসন উইলফবি থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন এনএসডব্লিউ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী (প্রিমিয়ার) গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান। প্রায় ৭১ শতাংশ ভোট পেয়েছেন তিনি। এ জয়ের মধ্য দিয়ে তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্যের ইতিহাসে প্রথম নির্বাচিত নারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। শুধু তাই নয়, টানা তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ও অন্য নেতা-কর্মীরা। ২০১৭ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মাইকেল বায়ার্ড পদত্যাগ করায় তাঁর স্থলাভিষিক্ত হন গ্ল্যাডিস। তাঁর আগে ২০০৯ সালে দলীয় ভোটে জিতে রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হন ক্রিস্টিনা কেনিলি।
নির্বাচনে জয় নিশ্চিতের পরও সংখ্যালঘুদের সরকার হতে পারে লিবারেল পার্টি। কেননা, সরকার গঠনে সংসদের ৯৩টি আসনের মধ্যে ৪৭টি আসন লাভ করতে হয়। যদিও এখন পর্যন্ত ৩৫টি আসনে জয়লাভ করা বিরোধী দল লেবার পার্টির রাজ্য সরকার গঠনের সুযোগ হাতছাড়া হয়ে গেছে। কারণ, এনএসডব্লিউ রাজ্যে লেবার পার্টির শক্ত অবস্থান ছিল। এখনো বাকি রয়েছে ডাব্বো, ইস্ট হিল ও লিজমোর এলাকার ভোট গণনা। লিজমোর ছাড়া অন্য দুটি আসনে লেবার পার্টির জয়ের কোনো আশা নেই। আগামীকাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।