শিফট সিজন ২

যে কারণে ইমার্সিভ আর্টের প্রতি মানুষের এত আকর্ষণ

ইমার্সিভ আর্ট এখন সব জায়গাতেই দেখা যাচ্ছে৷ ডিজিটাল আর্ট ইনস্টলেশনের প্রদর্শনীগুলোও বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে। এমন সব প্রদর্শনীতে আমাদের পুরোপুরিভাবে শিল্পের মধ্যে ডুবে যাওয়ার কথা৷ কিন্তু আসলে কি তেমনটা হয়? ইমার্সিভ আর্ট কি আমাদের শিল্পকে ভালোবাসতে শেখায়?