নগর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কৃষকদের জন্য জৈব সার উৎপাদন

সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪-কাজী আশরাফুল হাসান

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়নের গুনবাহা গ্রামের বাসিন্দা কাজী আশরাফুল হাসান জন্মের পর থেকে দেখে এসেছেন দাদা-বাবার সামাজিক, রাজনৈতিক ও সংস্কারমূলক কার্যক্রম। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করা আশরাফুল ছাত্রজীবনেই এলাকার গরিব অসহায় মানুষের আর্থসামাজিক ও মানবিক উন্নয়নে জড়িয়ে যান। গড়ে তোলেন সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।

প্রতিদিন ভোরে এসডিসির কর্মীরা বেরিয়ে পড়েন পৌর শহরের বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করতে। নিজস্ব ও দেশি-বিদেশি কিছু প্রতিষ্ঠানের সহযোগিতায় তিনি গড়ে তুলেছেন কয়েকটি বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট। মোট ২৪টি ভ্যান ও ৩টি ট্রাকে ফরিদপুর পৌরসভার বাড়ি-হাসপাতাল-হোটেল থেকে প্রায় ৩০ মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করা হয়। যা থেকে বছরে ১২ মেট্রিক টন জৈব সার উৎপাদিত হচ্ছে।

কাজী আশরাফুল হাসানের এই উদ্যোগ আর অবদানের জন্য সিটি গ্রুপ–প্রথম আলো কৃষি পুরস্কার ২০২৪-এ সেরা কৃষি উদ্ভাবন খাতে স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত।

#Agriaward2024 #ProthomAlo #CityGroup #কৃষিপুরস্কার২০২৪