চ্যাম্পিয়নস লিগ প্রিভিউ

মারদাঙ্গা মাদ্রিদ, টুখেল-সারির বাঁচা-মরা, এমবাপ্পে সংকট

চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচ। বায়ার্ন-লাতজিও ম্যাচের উপর নির্ভর করছে টুখেল পরে যাবেন, নাকি এখনই। মাদ্রিদ আছে তেঁতে, আর এনরিকের ঘাড়ে এমবাপ্পেকে নিয়ে নতুন এক দ্বিধাদ্বন্দ্ব। দেখে নিন চ্যাম্পিয়নস লিগ রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগের প্রিভিউ