চ্যাম্পিয়নস লিগ

ইন্টার-আতলেতিকো সিকুয়াল আর বার্সা-নাপোলির অগ্নিপরীক্ষা

চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের সেকেন্ড লেগের ম্যাচে আবারও মাঠে নামবে ইন্টার আতলেতিকো, বার্সা-নাপোলি। এই ম্যাচের উপরই নির্ভর করছে তাঁদের কোয়ার্টার ফাইনালের ভাগ্য। দেখে নিন প্রিভিউ এবং প্রেডিকশন