ঈদে চ্যাম্পিয়নস লিগ

আরতেতার দাপট, পিঠ ঠেকে যাওয়া বায়ার্ন আর ১০-২ এর প্রতিশোধ

চ্যাম্পিয়নস লিগে শেষবার যখন আর্সেনাল-বায়ার্ন মিউনিখের দেখা হয়েছিল, দুই লেগ মিলে ওয়েঙ্গারের আর্সেনালকে ১০-২ গোলে হারিয়েছিল বায়ার্ন। সাত বছরে দৃশ্যপট অনেক পালটে গেছে। আর্সেনাল যেখানে দাপট দেখাচ্ছে, বায়ার্ন ধুঁকছে লিগে। চ্যাম্পিয়নস লিগে আরতেতা কি পারবেন আর্সেনালের পুরোনো সেই ক্ষত সারতে?