ঈদে চ্যাম্পিয়নস লিগ

আবারও ম্যান সিটি-মাদ্রিদ, আবারও নিয়ন্ত্রণ-স্বাধীনতার দ্বন্দ্ব

গত দুইবার সেমিফাইনালে দেখা হলেও এবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদের, পেপ গার্দিওলা-কার্লো আনচেলত্তির। এবারের প্রথম লেগের টক্করে কারা এক পা দিয়ে রাখবে সেমিফাইনালে?