ইউরোপা লিগ প্রিভিউ

গাসপেরিনি-ক্লপ আরেকবার, লেভারকুসেনের ব্যাক টু ব্যাক সেমির স্বপ্ন

ইউরোপা আর কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালেও আছে বেশ বড় কিছু ম্যাচ। গাসপেরিনির সামনে ইতিহাস ছোঁয়ার হাতছানি, আর ক্লপের হারানোর আছে অনেক কিছু। সেই সঙ্গে লেভারকুসেনের জয়যাত্রা কী রুখতে পারবে ওয়েস্ট হাম? দেখে নিন প্রিভিউ ও প্রেডিকশন