যত কাণ্ড প্যারিসে

হলুদ হুমেলস, এমবাপ্পে 'প্রজেক্ট ফেল' আর পিএসজির ইট মেরে পাটকেল খাওয়া

পার্ক দে প্রিন্সেসে শেষ বাঁশি বাজার পর গ্যালারির হলুদ অংশের দিকে ছুটলেন মার্কো রয়েস। উন্মাতাল হলুদ শিবিরও রয়েসকে পারলে নিজেদের কাছে রেখে দেয়। কিংবা আরেকটি দৃশ্য। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন ম্যাটস হুমেলস। যাঁর একমাত্র গোলেই পিএসজির মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগটা জিতেছে ডর্টমুন্ড, উঠে গেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে