যত কাণ্ড মাদ্রিদে

মাদ্রিদের চেনা রাত, টুখেলের ট্যাকটিকাল সেপ্পুকু, হোসেলুর তিন মিনিট

ভিনিসিয়ুস বা নয়ার নন, রিয়াল-বায়ার্ন চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল দ্বিতীয় লেগের নায়ক বদলি নামা হোসেলু। ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকারই এক গোলে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদকে ৩ মিনিটের মধ্যে এনে দিয়েছেন দুই গোল। শেষ দিকের মহামূল্যবাণ যে দুটি গোল রিয়ালকে তুলে দিয়েছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে