চ্যাম্পিয়নস লিগ প্রিভিউ

অ্যাবসলুট সিনেমা পার্ট টু, এমবাপ্পের শেষ সুযোগ আর আরতেতার পরীক্ষা

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগ। রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির 'অ্যাবসলুট সিনেমা'র দ্বিতীয় কিস্তি তো আছেই, রয়েছে পিএসজি-বার্সেলোনার সেমিফাইনালে ওঠার হাড্ডাহাড্ডি এক লড়াইও। দেখে নিন সেকেন্ড লেগের প্রিভিউ ও প্রেডিকশন