<p>শিরোপা জয়ের পর কী করবেন, সেটা বুঝতে না পেরেই হয়তো ভারতের অধিনায়ক সতীর্থদের ফেলে চলে গেলেন মাঠের ঠিক মাঝখানে, বার্বাডোজের পিচের ওপর। এরপর পিচটায় পরম মমতায় একটু হাত বোলালেন। আঙুল দিয়ে খুঁচিয়ে তুলে নিলেন পিচের ছোট্ট একটা টুকরা...</p>