অদম্য এক ডিজেপ্রেমীর নাম মিখালিস। তিনি ও তার বন্ধু ইয়ানেক (জানেক) বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতেন। কিন্তু তার সে শখের পথে বাধা হয়ে দাঁড়ালো স্নায়ূতন্ত্রের দুরারোগ্য ব্যাধি মাল্টিপল স্ক্লেরোসিস (এমএস), ভেন্যুগুলোতে পর্যাপ্ত হুইলচেয়ার সুবিধার ঘাটতি ও করোনা মহামারি। পরিস্থিতি সামাল দিতে এই জুটি হাজির হলেন এক সমাধান নিয়ে- তা হলো ভ্রাম্যমাণ ডিজে সেট