যেভাবে কলকাতার তরুণের ঘরনী হতে সীমান্ত পাড়ি দিলেন পাকিস্তানি তরুণী
'ভির জারা' কিংবা ‘গাদার’ – বলিউডের অনেক সিনেমায় আমরা দেখেছি সীমান্তের কাঁটাতার পাড়ি দিয়ে প্রেমিকের কাছে ছুটে এসেছেন প্রেমিকা। তবে এবার বাস্তবেই পূর্ণতা পেতে চলেছে এমন এক প্রেমকাহিনী। কলকাতার সামিরের ঘরণী হতে করাচি থেকে ছুটে এলেন জাভেরিয়া খানুম