হাইড্রোজেন কি হতে পারে টেকসই জ্বালানির সমাধান

ভূগর্ভ প্রচুর পরিমাণে হাইড্রোজেন থাকতে পারে ধারণা বিশেষজ্ঞদের। যদি তাই হয়, তাহলে বিদ্যমান জিটল ও ব্যয়বহুল প্রক্রিয়া ছাড়াই এই হাইড্রোজেন আমরা তেল বা গ্যাসের মতো মাটি থেকে উত্তোলন করতে পারি৷ প্রাকৃতিক হাইড্রোজেন পরিবেশবান্ধব এবং ডিকার্বোনাইজেশনে বড় অবদান রাখতে পারে