হিন্দি হোক কিংবা বাংলা— সব ভাষার সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। অ্যাকশনধর্মী তো বটেই, গল্পনির্ভর চলচ্চিত্রেও দেখা গেছে তাঁকে। এবার মহাগুরুকে নিয়ে ভিন্নধর্মী ছবি নির্মাণ করবেন টলিউড পরিচালক মানসমুকুল পাল। বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাসকে বড়পর্দায় তুলে ধরবেন তিনি।