তবলার বোলে ওস্তাদ জাকির হোসেনের জাদুকরি সুর

ছোটবেলায় তবলাবাদক হতে চাননি ওস্তাদ জাকির হোসেন। অথচ হলেন তবলার জাদুকর। উপমহাদেশে ধ্রুপদি সংগীতরে প্রাণপুরুষ বলা হয় তাঁকে। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে প্রথম আলো ও ট্রান্সকম লিমিটেডের আয়োজনে ওস্তাদ আল্লা রাখা খাঁকে দেওয়া এক সম্মাননা অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজিয়েছিলেন বিশ্বখ্যাত এই তবলাশিল্পী। সেদিনের সেই পরিবেশনা উপভোগ করুন ভিডিওতে...