ইফতার ডিলাইট

ক্লাউড কিচেন উদ্যোক্তা কল্পনা আক্তারের গল্প

পরিবর্তনশীল ডিজিটাল প্রযুক্তির এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে 'ক্লাউড কিচেনে'র মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন এবং হচ্ছেন অনেক নারী। আড়ং ডেইরি প্রেজেন্টস্ 'ইফতার ডিলাইট'-এর এ পর্বে জানব 'পাঁচমিশালী'র স্বত্বাধিকারী কল্পনা আক্তারের গল্প