২০১৩ সালে যাত্রা শুরুর সময় ফুড ডেলিভারিতে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে ফুডপ্যান্ডার পরিধি বেড়েছে। প্রযুক্তিভিত্তিক ইকোসিস্টেমের মাধ্যমে দেশের ই-কমার্স খাতে বিভিন্ন ইনোভেশন এনেছে শীর্ষস্থানীয় এই ফুড ও গ্রোসারি ডেলিভারি প্রতিষ্ঠান। রেস্টুরেন্ট, শপস ও হোমশেফদের ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে এগিয়ে নিতে নানা উদ্যোগ নিয়েছে। ডিজিটাল ট্রান্সফরমেশন ও তরুণদের জন্য আয়ের পথ তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছে রাষ্ট্রীয় স্বীকৃতি 'ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২'।
ফুডপ্যান্ডা ও প্রথম আলো ডটকমের বিশেষ এ আয়োজনে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছেন ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী।