সামিউল আলম স্কুলে জ্যামিতি বক্সের কাঁটা–কম্পাস দিয়ে চক খোদাই করতে করতে তৈরি করেছেন অনেক ভাস্কর্য । এরপর ১৭ বছর ধরে অনেকটা অযত্ন ও অবহেলায় চক দিয়ে নিজের তৈরি ভাস্কর্যগুলো ফেলে রেখেছিলেন ড্রয়ারে। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বিভিন্ন জাতীয় পুরস্কারও। তাঁর এই দীর্ঘ পথচলার বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি