পরপর তিনটি বিসিএসে উত্তীর্ণ হয়েছিলেন মো. সাইদুল ইসলাম। বাবা পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি। তাই পুলিশ ভেরিফিকেশনে বারবার দেওয়া হয় নেতিবাচক প্রতিবেদন। খোদ পুলিশ কর্মকর্তাই সাইদুলকে বলেছিলেন এ কথা।
এতদিন স্বপ্নের বিসিএস চাকরি থেকে বঞ্চিত থাকলেও অবশেষে তাঁর স্বপ্ন এবার পূরণ হলো।
২৮তম থেকে ৪২তম বিসিএস পর্যন্ত গেজেট থেকে বাদ পড়া ২৫৯ প্রার্থীকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১ সেপ্টেম্বর থেকে সহকারী সার্জন হিসেবে কাজ শুরু করেছেন সাইদুল ইসলাম।