বিসিএসে তিনবার পেরুলেও চাকরি হয়নি বিএনপি নেতার ছেলের

পরপর তিনটি বিসিএসে উত্তীর্ণ হয়েছিলেন মো. সাইদুল ইসলাম। বাবা পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি। তাই পুলিশ ভেরিফিকেশনে বারবার দেওয়া হয় নেতিবাচক প্রতিবেদন। খোদ পুলিশ কর্মকর্তাই সাইদুলকে বলেছিলেন এ কথা।

এতদিন স্বপ্নের বিসিএস চাকরি থেকে বঞ্চিত থাকলেও অবশেষে তাঁর স্বপ্ন এবার পূরণ হলো।

২৮তম থেকে ৪২তম বিসিএস পর্যন্ত গেজেট থেকে বাদ পড়া ২৫৯ প্রার্থীকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১ সেপ্টেম্বর থেকে সহকারী সার্জন হিসেবে কাজ শুরু করেছেন সাইদুল ইসলাম।