টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালীর একজন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম মনে করেন, বাংলাদেশের স্থাপত্য ঐতিহ্য, সংস্কৃতি আর পরিবেশের কথা মাথায় রেখে হওয়া উচিত। ঢাকায় কাঁচঘেরা যে উঁচু উঁচু ভবন তৈরি হয়েছে এগুলো তৈরি করা কোনোভাবেই ঠিক হয়নি। তার মতে, স্খাপত্য মানেই ইট, পাথরের স্থপানা নয়৷ তাতে লোকজ অনেক উপাদানও ব্যবহার করা যায়